05/02/2023 16:25:25 PM Sweta Mitra 180
নিজস্ব সংবাদদাতাঃ বাজেট পেশের এক সপ্তাহও হয়নি, সরকারি কর্মীদের জন্য বাম্পার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সরকার মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে। আর এর ফলে ১ কোটিরও বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এক কোটিরও বেশি কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) চার শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৪২ শতাংশ করতে চলেছে কেন্দ্র। অল ইন্ডিয়া রেলওয়েমেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র জানিয়েছেন, মহার্ঘ ভাতা বৃদ্ধি ৪.২৩ শতাংশ, কিন্তু সরকার ডিএ-তে দশমিক গ্রহণ করে না। এমন পরিস্থিতিতে ডিএ চার শতাংশ পয়েন্ট বাড়তে পারে। এটি ৩৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করা যেতে পারে। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাগ ডিএ বাড়ানোর প্রস্তাব দেবে। প্রস্তাবটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে উপস্থাপন করা হবে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি কার্যকর হবে।