উচ্চমাধ্যমিক পাসে সরকারি চাকরির সুযোগ


05/02/2023 11:48:06 AM   Aniket         699








নিজস্ব সংবাদদাতা: উচ্চমাধ্যমিক পাসে সরকারি চাকরির সুযোগ রয়েছে। ক্যান্টনমেন্ট বোর্ড পল্লভরাম চেন্নাইয়ে চলছে নিয়োগ। সেকেন্ডারি গ্রেড অ্যাসিস্টেন্ট (টিচার) হিসাবে চাকরির সুযোগ। মোট শূন্যপদ ৪ টি। উচ্চমাধ্যমিক পাসের সঙ্গে এলিমেন্টারি এডুকেশনে ২ বছরের ডিপ্লোমা থাকলে এবং টেট পাস করা থাকলে চাকরির জন্য আবেদন করা যাবে।
বয়স- চাকরি প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ওবিসিদের জন্য ৩ বছর এবং এসসি ও এসটিদের জন্য ৫ বছরের বয়সের ছাড় রয়েছে।
বেতন-২০,৬০০ থেকে ৬৫,৫০০।
আবেদনের জন্য চিফ এক্সিকিউটিভ অফিসার, ক্যান্টনমেন্ট বোর্ড, সেন্ট থমাস মাউন্ট কাম পল্লভরাম, নর্থ প্যারেড রোড, সেন্ট থমাস মাউন্ট, তামিলনাড়ু, চেন্নাই - ৬০০০১৬ ঠিকানায় চিঠি পাঠান। আবেদন মূল্য হিসাবে জেনারেল ও ওবিসিদের ৫০০ টাকা করে দিতে হবে। এসসি, এসটি, প্রাক্তন সেনা এবং বিধবা/ডিভোর্সি/আইনত স্বামীর থেকে আলাদা থাকা চাকরি প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না। অ্যাপলিকেশন ফর্ম পেতে লিঙ্কে ক্লিক করুন (https://stm.cantt.gov.in/wp-content/uploads/sites/62/2023/01/Recruitment-Notice-with-Application-form-CBSTM-2023.pdf)।




আরও খবরঃ
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm  











TAGS :        Job Jobs Job Search Job Find Job Seeker Job Seekers Job Alert Job Update Job Vacancy Job News Hiring Government job alert Government Job News Government Job Notification Job Notification