'জওয়ান' ছবিতে নয়নতারার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন শাহরুখ
05/02/2023 02:52:49 AM Poulami Das 264
নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন অ্যাকশন থ্রিলার ছবি 'জওয়ান'-এ নয়নতারা ও বিজয় শেঠুপতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন শাহরুখ খান। শনিবার, অভিনেতা টুইটারে একটি #AskSRK সেশন পরিচালনা করেছিলেন যেখানে তিনি সততা, বুদ্ধি এবং বিদ্রূপের সাথে ভক্তদের টুইটের জবাব দিয়েছিলেন। সেশনচলাকালীন এক ভক্ত শাহরুখকে জিজ্ঞেস করেন, ''নয়নতারা ম্যামের সঙ্গে কাজ করে কেমন লাগল?'' জবাবে কিং খান বলেন, 'সে খুব মিষ্টি। সব ভাষাতেই খুব ভালো কথা বলতে পারেন। চমৎকার অভিজ্ঞতা। আশা করি সবাই তাকে সিনেমায় পছন্দ করবেন।'