চ্যালেঞ্জার ২ ট্যাঙ্কে ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি


05/02/2023 00:14:56 AM   Poulami Das         172







নিজস্ব সংবাদদাতাঃ  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনকে দান করা চ্যালেঞ্জার ২ ট্যাংক ব্যবহারে ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানিয়েছেন। জেলেনস্কি বলেন, শনিবার এক ফোনালাপে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য "সমর্থন জোরদার" করার প্রচেষ্টার অংশ হিসাবে যুক্তরাজ্য ইউক্রেনে ১৪ টি চ্যালেঞ্জার ২ ট্যাঙ্ক প্রেরণ করবে। এর আগে শনিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনীয়রা ট্যাংকগুলো 'দ্রুত আয়ত্ত' করেছে।







আরও খবরঃ
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm  











TAGS :        international anm news latest news breaking news trending news Ukraine Russia Britain rishi sunak