04/02/2023 16:38:24 PM Aniket 367
নিজস্ব সংবাদদাতা: 'বিগ বস' খ্যাত নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
যৌতুকের জন্য স্বপ্নার বাড়ির গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। হরিয়ানার পালওয়াল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
Palwal, Haryana | FIR was registered against Haryana dancer Sapna Chaudhary’s family members for allegedly torturing and assaulting Sapna’s sister-in-law for dowry. Investigation on the matter is underway: Sushila, Police Station in-charge
— ANI (@ANI) February 4, 2023