নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার ফ্রান্স জানিয়েছে, তারা ইউক্রেনে অতিরিক্ত ১২টি সিজার হাউৎজার পাঠাবে এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে কিয়েভকে সামরিক সহায়তার অংশ হিসেবে ইউক্রেনের পাইলটদের ফরাসি যুদ্ধবিমান উড়ানোর প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আলোচনা করেছে। প্যারিসে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের সঙ্গে বৈঠকের পর প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেন, 'ফ্রান্স পোল্যান্ডে প্রতি মাসে ৬০০ ইউক্রেনীয় সৈন্যকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ১৫০ জন সেনা কর্মী পাঠাবে।'