১২০-১৪০ টি ট্যাংক পাবে ইউক্রেনঃ পররাষ্ট্রমন্ত্রী


31/01/2023 22:16:02 PM   Aniruddha Chakraborty         17







নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা মঙ্গলবার বলেছেন, ১২টি দেশের জোটের কাছ থেকে সরবরাহের প্রথম তরঙ্গে ১২০ থেকে ১৪০ টি পশ্চিমা ট্যাংক পাবে ইউক্রেন। তিনি বলেন, 'কিয়েভ এই মাসে পশ্চিমাদের কাছ থেকে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসন প্রতিরোধে প্রধান যুদ্ধ ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি পেয়েছে, মস্কো পূর্ব ইউক্রেনে ক্রমবর্ধমান অগ্রগতির জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে।' তিনি বলেন, "এই ট্যাংকগুলোর মধ্যে জার্মান লেপার্ড ২, ব্রিটিশ চ্যালেঞ্জার ২ এবং ইউএস এম ১ আব্রামস অন্তর্ভুক্ত থাকবে এবং ইউক্রেন ফরাসি লেক্লার্ক ট্যাংক সরবরাহের বিষয়ে নির্ভর করছে।" 




আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221379
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221381
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm  











TAGS :        russia ukraine russia ukraine war russia ukraine crisis western country tank ukrainian foreign minister dmytro kuleba trending news latest news