ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, বোমাবাজিতে মৃত ১


31/01/2023 21:32:22 PM   Aniruddha Chakraborty         18







নিজস্ব সংবাদদাতাঃ প্রতিবেশীদের সঙ্গে তুমুল বচসা। আর সেই ঝামেলাকে কেন্দ্র করে চলল বোমা ও গুলি। ঘটনায় মৃত্যু হল একজনের। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ফারাক্কার কেন্দুয়া গ্রাম। এদিন বিকেলে ওই অশান্তির জেরে মৃত্যু হয়েছে নাজির হোসেন(৩৬) নামে এক ব্যক্তির। কেন্দুয়া এলাকার বাসিন্দা তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কার এসডিপিও রাসপ্রীত সিং ও ফারাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। এসডিপিও রাসপ্রীত সিং-এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী টহলদারী চালাচ্ছে এলাকায়। অশান্তির কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত করছে ফারাক্কা থানার পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান পুরনো বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।




আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221380
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221381
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm  











TAGS :        murshidabad farakka bomb blast dead murshidabad police investigate west bengal trending news latest news daily news