রুশ সৈন্যরা বাখমুতকে 'সম্পূর্ণ ধ্বংসস্তূপে' পরিণত করছেঃ ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রধান
31/01/2023 21:16:17 PM Aniruddha Chakraborty 23
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে রুশ সৈন্যরা হামলা চালিয়েছে। বাখমুতে রুশ সৈন্যদের হামলাকে দোনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেনকো 'সম্পূর্ণ ধ্বংস' বলে অভিহিত করেছেন। কিরিলেনকো বলেন, "গত কয়েক ঘণ্টায় এক অপ্রাপ্তবয়স্ক শিশুসহ দুইজন নিহত হয়েছে। এছাড়া চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছে।" তিনি আরও বলেন, "রাশিয়ানরা বাখমুতকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করছে, তাদের কাছে পৌঁছানোর মতো সবাইকে হত্যা করছে। আমরা সতর্কতার সঙ্গে সব যুদ্ধাপরাধ নথিভুক্ত করছি। সবকিছুর জন্য তাদের জবাবদিহি করতে হবে।"