কয়লা পাচারকাণ্ডে আত্মসমর্পণ অন্যতম অভিযুক্ত রত্নেশ বর্মার
31/01/2023 21:00:56 PM Poulami Das 18
নিজস্ব সংবাদদাতা: কয়লা পাচারকাণ্ডে আত্মসমর্পণ অন্যতম অভিযুক্ত রত্নেশ বর্মার। রত্নেশ বর্মার নামে আগেই লুক আউট নোটিস জারি করে সিবিআই। কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে নাম ছিল রত্নেশ বর্মার। ১ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল রত্নেশ বর্মা। আসানসোল কোর্টে আত্মসমর্পণ রত্নেশ বর্মার। 'প্রভাবশালীদের সঙ্গে টাকার লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রত্নেশ। চার্জশিটে দাবি করেছিল সিবিআই। জেলে রত্নেশ বর্মা, কাল শুনানি। কাল রত্নেশকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই।