31/01/2023 19:17:39 PM Pritam Santra 29
নিজস্ব সংবাদদাতা: নেপাল সরকারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সংস্থার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি তুলে ধরা হয়েছে। সেখানে জানানো হয়েছে , নেপালে তৃতীয় আন্তর্জাতিক প্রবেশ পথ স্থাপনের ব্যাপারে ভারত সমর্থন জানিয়েছে। আর্থিকভাবেও নেপালের পাশে থাকার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে।
India announces support to Bhutan for the establishment of the third international internet gateway for Bhutan. Govt will be facilitating a concessional rate to bring down the cost of operations of the gateway: Embassy of India in Bhutan pic.twitter.com/Ci8N8Cwm0A
— ANI (@ANI) January 31, 2023