30/01/2023 11:29:49 AM Aniket 819
নিজস্ব সংবাদদাতা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সপ্তাহে তার বোর্ড সভায় কোভিড পরবর্তী বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরী পরিস্থিতি মোকাবেলায় একটি বর্ধিত ভূমিকার জন্য আলোচনা করবে বলে জানা যাচ্ছে।
তবে স্বাস্থ্য নীতি বিশেষজ্ঞদের মতে এটি কীভাবে অর্থায়ন করা যায় সে সম্পর্কে এখনও উত্তর খুঁজতে হবে। এই বিষয়ে আলোচনা করে সমাধান খোঁজার চেষ্টা হবে।
The World Health Organization will push at its board meeting this week for an expanded role in tackling the next global health emergency after COVID, but is still seeking answers on how to fund it, according to health policy experts https://t.co/4VZpefEJSV
— Reuters (@Reuters) January 30, 2023