29/01/2023 16:59:37 PM Sweta Mitra 856
নিজস্ব সংবাদদাতাঃ বিশিষ্ট চিকিৎসক অমিতাভ চন্দ ৩২ বছরেরও বেশি অভিজ্ঞতার সঙ্গে ভারতের অন্যতম সেরা নিউরোসার্জন হিসেবে বিবেচিত হয়ে আসছেন। কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং জেনারেল সার্জারিতে মাস্টার্স অব সার্জারি (এমএস) সম্পন্ন করেন। এরপর তিনি তার ক্যারিয়ারে বেশ কয়েকটি স্বর্ণপদক এবং পুরস্কার জেতেন। এবার তাঁর মুকুটে জুড়ল আরও একটি নতুন পালক। ডাঃ অমিতাভ চন্দকে পশ্চিমবঙ্গের সেরা নিউরো সার্জন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাঁর হাতে পুরস্কার অবধি তুলে দেওয়া হয়েছে। পুরস্কার জিতে তিনি বলেন, 'এই পুরস্কারের জন্য আমি ভগবানকে ধন্যবাদ জানাই।' বর্তমানে তিনি মুকুন্দপুরের আরএন টেগোর হাসপাতালে কর্মরত। সম্প্রতি নয়াদিল্লির একটি হোটেলে "হেলথকেয়ার লিডারস সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৩"-এর আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বেশ কয়েকজন বিশিষ্ট মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ কিরিট সোলাঙ্কি (সংসদ সদস্য, আহমেদাবাদ পশ্চিম-লোকসভা), রাজেন্দর আগরওয়াল (সংসদ সদস্য, মীরাট-লোকসভা), অর্জুনলাল মীনা (সাংসদ এবং ভারত সরকারের স্বাস্থ্য ও কল্যাণ সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান) এবং ভাগ্যশ্রী (বলিউড অভিনেত্রী)।