25/01/2023 14:44:48 PM Pritam Santra 31
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা ময়দানের মিনি ডার্বি। মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। কন্যাশ্রী ক্লাবের সেমিফাইনালে মুখোমুখি দুই দল। মহামেডানের বিরুদ্ধে তিনটি পরিবর্তন করেছে ইস্টবেঙ্গল। পলি, বর্ণালী ও তনুশ্রীর জায়গায় প্রথম একাদশে পূজা, কবিতা ও রিয়া।
We have 3️⃣ changes in the starting XI for today’s #KanyashreeCup semi-final against Mohammedan Sporting Club as Puja, Kabita and Riya replace Poli, Barnali and Tanushree. ⤵️#JoyEastBengal #আমাগোমশাল #MoshalGirls #EmamiEastBengal #WomensFootball #IndianFootball pic.twitter.com/nyMxiHLsZB
— East Bengal FC (@eastbengal_fc) January 25, 2023