25/01/2023 14:36:37 PM Sweta Mitra 12
নিজস্ব সংবাদদাতাঃ আগামীকাল ২৬ জানুয়ারি উপলক্ষ্যে ইতিমধ্যে দেশজুড়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেজে উঠেছে দিল্লির কর্তব্য পথ। আর আগামীকাল বিশেষ কিছু একটা করতে চলেছে সংস্কৃতি মন্ত্রক বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রকের সচিব। তিনি জানিয়েছেন, 'প্রজাতন্ত্র দিবসে সংস্কৃতি মন্ত্রক ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক প্রদর্শন করবে। আমাদের ট্যাবলোতে, আমরা আমাদের দেশে দেবী পূজার বিভিন্ন দিক দেখাবো। বিভিন্ন রঙ এবং মুখোশ, এর উপর ভিত্তি করে অনেক নৃত্য ফর্ম উপস্থাপন করা হবে।'
Culture Ministry will showcase different aspects of Indian culture during Republic Day. In our tableau, we've shown various aspects of Devi puja in our country. Various colours & masks, along with many dance forms based on it have been presented: Secy, Ministry of Culture pic.twitter.com/JKD6tTarGV
— ANI (@ANI) January 25, 2023