25/01/2023 14:35:54 PM Ahana Chatterjee 13
নিজস্ব সংবাদদাতাঃ ইতিহাস গড়লেন টমি পল। বেন শেলটনকে হারিয়ে বুধবার তার প্রথম গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে পৌঁছেছেন টমি। ২০০৯ সালে অ্যান্ডি রডিকের পর টমি পল প্রথম আমেরিকান যিনি অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। বেন শেলটনকে ৭-৬, ৬-৩, ৫-৭, ৬-৪ সেটে হারিয়েছেন তিনি।