25/01/2023 14:12:16 PM Pritam Santra 21
নিজস্ব সংবাদদাতাঃ উঠে আসতে সময় লাগল ঠিক একটা বছর। এই ১২ মাসের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোলার তালিকার শীর্ষে ভারতের মহম্মদ সিরাজ। মঙ্গলবার আইসিসির বর্ষসেরা দলে নিজের নাম তালিকাভুক্ত করেছিলেন সিরাজ। বুধবার নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে সরিয়ে ক্রম তালিকার এক নম্বরে উঠে এলেন ভারতের স্পিড-স্টার।
🚨 There's a new World No.1 in town 🚨
— ICC (@ICC) January 25, 2023
India's pace sensation has climbed the summit of the @MRFWorldwide ICC Men's ODI Bowler Rankings 🔥
More 👇