25/01/2023 13:49:23 PM Pritam Santra 13
নিজস্ব সংবাদদাতাঃ ঘরের মাঠে ম্যাচ। এটিকে মোহন বাগানের পরের প্রতিপক্ষ ওড়িশা এফসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী ২৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টায় বল গড়াবে। তার আগে শুরু হয়ে গেল অফলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া। বুধবার সোশ্যাল মিডিয়ায় ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবভারতী স্টেডিয়ামের চার নম্বর বক্স অফিস থেকে পাওয়া যাবে ম্যাচের টিকিট।
Mariners, grab your tickets for our upcoming clash now!#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/ufQofsl3md
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) January 25, 2023