পুলিশকে '২ টাকার চাকর' বলে গালিগালাজ তৃণমূল বিধায়কের!
25/01/2023 13:30:18 PM Poulami Das 12
নিজস্ব সংবাদদাতাঃ পুলিশকে হুমকি, ২ টাকার চাকর বলে গালিগালাজ তৃণমূল বিধায়কের। সূত্রের খবর, উস্তি থানার সিঁড়িতে বসে, SDPO ডায়মন্ড হারবারের উদ্দেশ্য়ে হুমকি, হুঁশিয়ারি, কটূক্তি করছেন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। গত রবিবার উস্তিতে, একটি পারিবারিক খুনের ঘটনায়, জয়ন্ত চৌধুরী নামে স্থানীয় এক তৃণমূল কর্মীকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ঘটনার অপপ্রচারের অভিযোগ ছিল। ওই তৃণমূল কর্মী, তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁকে আটকের পরই, বিধায়ক থানায় গিয়ে পুলিশকে হুমকি দেন বলে দাবি।