25/01/2023 13:22:14 PM Ahana Chatterjee 9
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ভারতে পা রেখেছিলেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। আজ রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন তিনি। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এরপর দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি। প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'আমি মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি এবং তাঁর প্রতিনিধিকে ভারতে স্বাগত জানাই। আগামীকাল প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি থাকবেন তিনি। আমি খুশি যে মিশরীয় সামরিক দলও কুচকাওয়াজে অংশ নেবে।'
I welcome Egyptian President Abdel Fattah El –Sisi and his delegation to India. Tomorrow, he will be the Chief Guest on Republic Day. I am happy that the Egyptian military contingent will also be participating in the parade: Prime Minister Narendra Modi pic.twitter.com/kuuL0LBOnv
— ANI (@ANI) January 25, 2023