25/01/2023 13:05:26 PM Sweta Mitra 60
নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির বিতর্কিত সিরিজটি দেখানোর পরিকল্পনা ভেস্তে যায়। এবিভিপি-র পক্ষ থেকে ফোনে যারা এটি দেখছিলেন তাদের দিকে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ করা হয়। ঘটনাকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে জেএনইউ। এদিকে বুধবার এই ঘটনা নিয়ে ফের একবার মুখ খুলল জেএনইউ-র এবিভিপি সভাপতি রোহিত। তিনি জানান, 'জেএনইউ কর্তৃপক্ষ বিবিসি ডকুমেন্টারি প্রদর্শন না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছিল। পরে একদল ছাত্র এবিভিপির কর্মীকে পিটিয়ে মারার চেষ্টা করে। ডকুমেন্টারি দেখার জন্য এসেছিলেন ঢাবি ও জামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আমি আশা করি দিল্লি পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে।'
JNU authority strictly warned not to screen BBC documentary. Later a group of students tried to lynch an ABVP worker. Students from DU & Jamia University came to attend the documentary. I hope Delhi Police will identify miscreants & take appropriate action: Rohit, ABVP pres, JNU https://t.co/ApNDZH8vqB pic.twitter.com/NB9X3zWzSk
— ANI (@ANI) January 25, 2023