25/01/2023 12:54:26 PM Ahana Chatterjee 65
নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের লখনউতে আবাসন ধসের ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে, কমিশনার রোশন জ্যাকব, জেটি পুলিশ কমিশনার পীযূষ মোর্দিয়া এবং চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি সহ একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উত্তরপ্রদেশের ডিজিপি ডিএস চৌহান জানিয়েছেন, ' বিল্ডিংয়ের নির্মাণ কাজ ছিল নিম্নমানের। সেটাই এর পতনের কারণ হতে পারে। উপরের ২ তলার জন্যও অনুমতি নেওয়া হয়নি। ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে। এনডিআরএফ এবং এসডিআরএফের ১২ টি দল এবং অন্যান্য দল মোতায়েন করা হয়েছে উদ্ধারকার্যের জন্য।'
Lucknow building collapse | Construction of the building is of poor quality. That might be the reason behind its collapse. Permission was also not taken for the above 2 floors. Relief & rescue ops underway. 12 teams each of NDRF & SDRF, & other teams deployed: DS Chauhan, DGP pic.twitter.com/GGniEH5Lmm
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 25, 2023