নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের বেঙ্গালুরুতে শাহরুখ খানের ছবি 'পাঠান'-এর মুক্তির প্রতিবাদে বিক্ষোভ দেখালেন বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা। বয়কটের দাবি তোলেন বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা। এদিন জ্বালিয়ে দেওয়া হয় 'পাঠান'-এর পোস্টার, দেখুন ভিডিও।
#WATCH | Karnataka: VHP (Vishwa Hindu Parishad) supporters protest against the release of Shah Rukh Khan's movie 'Pathaan' in Bangalore, burn posters pic.twitter.com/K5L2xB4xBl