25/01/2023 12:08:27 PM Ahana Chatterjee 53
নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ-পশ্চিম জাপানে ডুবে যাওয়া একটি পণ্যবাহী জাহাজ থেকে বুধবার ১৩ জন ত্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে, বাকি নয়জনের সন্ধান চলছে। জাপান কোস্ট গার্ড জানিয়েছেন যে, ৬,৬৫১ টন ওজনের ওই জাহাজটি মঙ্গলবার দুর্যোগের কবলে পড়ে। তারপর কোস্ট গার্ড অবিলম্বে নাগাসাকি শহরের পশ্চিমের আশেপাশে টহল দেওয়া জাহাজ এবং বিমানের সাহায্য চেয়েছিলেন।