ইতিহাস 'বিকৃত করে' গান্ধীকে নিয়ে ছবি! মৃত্যুর হুমকি পরিচালককে


24/01/2023 19:22:12 PM   Poulami Das         36







নিজস্ব সংবাদদাত:  মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীর ঠিক আগে মুক্তি পাচ্ছে পরিচালিত রাজ কুমার সন্তোষীর ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’। ২৬শে জানুয়ারি এই ছবির মুক্তির তারিখ নির্দিষ্ট, তার আগে মৃত্যুর হুমকি পেলেন পরিচালক। এই ছবির ট্রেলার সামনে আসবার পর থেকেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। এবার পরিচালককে প্রাণে মারার হুমকি দেওয়া হল। নিজের এবং পরিবারের জন্য অসুরক্ষিত বোধ করছেন রাজ কুমার সন্তোষী। মুম্বই পুলিশের কাছে অতিরিক্ত সুরক্ষা চেয়ে কাতর আর্তি পরিচালকের।  ইতিহাস বিকৃতির অভিযোগ তো রয়েইছে, পাশাপাশি এই ছবিতে নাথুরাম গডসের মতো আততায়ীকে গৌরবান্বিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই। এই ছবিতে অভিনেতা চিন্ময় মান্ডলেকরকে দেখা যাবে গডসের চরিত্রে, অন্যদিকে দীপক আন্তানি অভিনয় করেছেন গান্ধীজির ভূমিকায়।





আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=222670
https://anmnews.in/Home/GetNewsDetails?p=222669
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm  











TAGS :        India anm news latest news breaking news trending news gandhi entertainment mumbai mumbai police