নিজস্ব সংবাদদাতা: কর্মজীবন ও ব্যক্তিজীবনে বহু টানাপড়েনের পর ‘পাঠান’ ছবি দিয়ে চার বছর পর ভক্তদের কাছে ফিরছেন শাহরুখ খানতাই ছবি ঘিরে উত্তেজনার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে। এ বার নতুন নজির গড়ার পথে শাহরুখের ছবি। ২৫ জানুয়ারি শুধু ভারতে নয়, বিশ্বের ১০০টি দেশে ২৫০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই ছবি। ভারতীয় সিনেমার ক্ষেত্রে এমন দৃষ্টান্ত অতীতে নেই।