মরক্কোয় বাড়ি কেনার জন্য সুকেশের কাছ থেকে টাকা নিয়েছেন নোরা ফতেহি
24/01/2023 15:46:13 PM Poulami Das 41
নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি এক বিবৃতিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর দাবি করেছেন যে, 'নোরা মারাত্মকভাবে হিংসা করত জ্যাকলিনকে । আমার কাছে সবসময় জ্যাকলিনের নামে খারাপ কথা বলে মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করত। যাতে আমি জ্যাকলিনকে ছেড়ে ওর সঙ্গে ডেটিং করা শুরু করি। নোরা আমাকে টানা বহু বার ফোন করে যেত। যদি ওর ফোন না ধরতাম, তাহলে ফোন করতেই থাকত।' অভিনেত্রী নিজের জন্য একটি বাড়ি তৈরি করে দেওয়ার জন্য বিপুল পরিমাণ টাকা দাবি করেন, দাবি অভিযুক্তের।