24/01/2023 09:49:12 AM Aniket 437
নিজস্ব সংবাদদাতা: সিডিএস জেনারেল অনিল চৌহান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পরিদর্শন করেছেন।
সেখানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে তার ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। ক্যাম্পবেল বে, এয়ার ফোর্স স্টেশন কার্নিক এবং ইন্দিরা পয়েন্ট পরিদর্শন করেন অনিল চৌহান।
CDS Gen Anil Chauhan visited Andaman & Nicobar islands & paid homage to Netaji Subhash Chandra Bose on his 126th birth anniversary. CDS also visited Campbell Bay, Air Force Station Carnic & Indira Point- Southernmost tip of India,spanning the six-degree channel: Defence Officials pic.twitter.com/nERVr3TmlS
— ANI (@ANI) January 24, 2023