23/01/2023 17:21:23 PM Aniket 191
নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনকে অবমাননাকর মন্তব্যের জন্য গ্রেফতার করা হয়েছে এক বিজেপি নেতাকে। ধৃত বিজেপি নেতার নাম জগদীসান।
সে কাঞ্চিপুরম জেলার বাসিন্দা। আইপিসির ২৯৪(বি),১৫৩(এ), ৫০৫(২) এবং আইটি আইনের ৬৭ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।
Tamil Nadu | A BJP member Jagadeesan from the Kanchipuram district has been arrested for his alleged derogatory remarks over CM MK Stalin. Case registered u/s 294(B),153(A)1(B), 505(2) of IPC and section 67 of IT Act: Police
— ANI (@ANI) January 23, 2023