23/01/2023 17:09:56 PM Aniket 189
নিজস্ব সংবাদদাতা: ইউরোপীয় ইউনিয়ন এই মুহূর্তে ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সত্তা হিসাবে তালিকাভুক্ত করতে পারবে না বলে জানিয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আদালতের রায়দানের ওপর গুরুত্ব দিচ্ছে তারা। ইউরোপীয় ইউনিয়নের তরফে জানানো হয়েছে, যতক্ষণ না একটি ইইউ আদালত নির্ধারণ করছে যে ইরানের বিপ্লবী গার্ডের মধ্যে সন্ত্রাসী সত্তা রয়েছে ততক্ষণ তারা সিদ্ধান্ত নেবে না। সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান এই তথ্য জানিয়েছেন।
EU says it cannot brand Iran's Guards as terror group before court ruling https://t.co/29GpaMMh7u pic.twitter.com/guNrlWntKY
— Reuters World (@ReutersWorld) January 23, 2023