23/01/2023 13:39:34 PM Aniket 106
নিজস্ব সংবাদদাতা: রাহুল গান্ধী ভারতে ঘৃণা আছে বলে মন্তব্য করায় রাজনাথ সিং দাবি করেছেন, দেশের মানহানি করা হয়েছে। এবার এই বিষয়ে রাজনাথ সিংয়ের মন্তব্যের পাল্টা মন্তব্য করলেন দিগ্বিজয় সিং। তিনি বলেন, "রাজনাথ সিংয়ের উচিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাষণ শোনা। তিনি প্রকাশ্যে মানুষ হত্যার কথা বলে বিদ্বেষ ছড়াচ্ছেন"।
Rajnath Singh should listen to UP CM Yogi Adityanath's speeches. He is spreading hatred by openly talking about killing people: Cong leader Digvijaya Singh on Union Min Rajnath Singh's statement that Rahul Gandhi is defaming the country by saying that there's hatred in India pic.twitter.com/Vqb0T0SEYI
— ANI (@ANI) January 23, 2023