21/12/2022 22:28:52 PM Aniket 1134
নিজস্ব সংবাদদাতা: চীনের করোনা পরিস্থিতি ফের ভয়াবহ হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে।
এই পরিস্থিতিতে চীনকে সঠিক তথ্য ভাগ করে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, "আমরা চীনকে তথ্য ভাগ করে নেওয়ার জন্য এবং আমাদের অনুরোধ করা অধ্যয়নগুলি পরিচালনা করার জন্য অবিরত অনুরোধ করে যাচ্ছি। যেমনটি আগেও অনেকবার বলা হয়েছে, কোভিড-১৯ মহামারীর উৎস সম্পর্কে সমস্ত অনুমান টেবিলে রয়ে গিয়েছে"।
"We continue to call on China to share the data and conduct the studies we have requested, and which we continue to request. As I have said many times before, all hypotheses about the origins of Covid19 pandemic remain on the table," Director-General, World Health Organization. pic.twitter.com/Z3oJIht4IK
— ANI (@ANI) December 21, 2022