03/12/2022 19:36:55 PM Aniket 209
দ্বিগ্বিজয় মাহালী: রেলযাত্রীর সুবিধার্থে খড়গপুর রেলওয়ে ডিভিশনে তৈরি তিনটি লিফ্টের উদ্বোধন করা হল শনিবার দুপুর তিনটে নাগাদ। এই তিনটি লিফ্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ। এই লিফ্টগুলি চালু হওয়ায় খড়গপুর রেলওয়ে ১ ও ২ নং এবং ৫ ও ৬ নং প্ল্যাটফর্ম এবং দক্ষিণ দিকের টিকিট বুকিং কাউন্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে রেলযাত্রীদের। এদিনের অনুষ্ঠানে সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন খড়গপুর রেলওয়ে ডিআরএম এমএস হাশমি, সিনিয়র ডিসিএম রাজেশ কুমার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।