03/12/2022 18:51:59 PM Aniket 133
দুর্গাপুর: মুক ও বধির কিশোরীকে ধর্ষণ। তদন্ত ঢাকতে এবং পরিবারকে চাপ সৃষ্টি করতে বসানো হয়েছিল খাপ পঞ্চায়েত। এবার নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ। দুর্গাপুরের নডিহা এলাকায় ২১ নভেম্বর মুখ ও বধির এক কিশোরী ধর্ষণ হয়। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে, ধরাও পড়েছে এক অভিযুক্ত। কিন্তু পুলিশের বিরুদ্ধে এই ঘটনার তথ্য লোপাটের অভিযোগ আনলেন বিশিষ্ট আইনজীবী। সেই নিয়ে শনিবার বিকেল ৩ টে ৪০ নাগাদ দুর্গাপুরের স্টেশন সংলগ্ন এলাকায় সাংবাদিক বৈঠক করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী শামীম আহমেদ। তিনি বলেন, "পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। পুলিশের কোথায় কোথায় গাফিলতি রয়েছে সে নিয়েও আইনি পদক্ষেপ নেওয়া হবে অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে"। তিনি পুলিশের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ তুলে বলেন, "কাদের নির্দেশে কোন ক্লাবের নির্দেশে বসানো হয়েছিল খাপ পঞ্চায়েত? তাহলে কি সেইজন্যই ৪ দিন অভিযোগ নেয়নি পুলিশ? সেইজন্যই কি সেই সময় হয়নি শারীরিক চিকিৎসা? এইসব খুঁজে বের করতে হবে। এই ঘটনায় কারা জড়িত সমস্তটা বের করতে হবে"।