03/12/2022 18:16:13 PM Pritam Santra 56
নিজস্ব সংবাদদাতাঃ ভারতের এক নম্বর শাটলার লক্ষ্য সেন, তার পরিবার এবং প্রাক্তন জাতীয় কোচ বিমল কুমারের বিরুদ্ধে বেঙ্গালুরুতে দায়ের করা এফআইআরে প্রতারণা এবং বয়স ভাঁড়ানোর অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার এম গোবিয়াপ্পা নাগারাজার দায়ের করা এফআইআরে অভিযোগ করা হয়েছে যে ২১ বছর বয়সী কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন এবং তার ভাই চিরাগ সেন ২০১০ সাল থেকে বয়সের ব্যাপারে সঠিক তথ্য গোপন করে এসেছেন।
Lakshya Sen's faking his age matters has come to arise again. Last time hes being alleged as 26 y.o (1996) and now 24 y.o (1998). I can't forget how Jacky said that Meiraba Luwang is actually 23 y.o last year when he faced him on Latvia Future Series 2021. They always did this 💀
— ً (@hohshouwei) December 3, 2022