03/12/2022 18:03:40 PM Aniket 269
নিজস্ব সংবাদদাতা: সদ্য জি-২০ শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব গ্রহণ করেছে ভারত। খুব শীঘ্রই জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে দিল্লিতে।
ফলে এবার পরিষ্কার, পুনর্নবীকরণ এবং সৌন্দর্যায়নের মাধ্যমে দিল্লিকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। এলজি ভিকে সাক্সেনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলছে কাজ।
Roads, kerbs, footpaths & central verges in Delhi are undergoing a thorough makeover by cleaning, refurbishing and beautification under the direct supervision of LG VK Saxena, as the Capital gets ready to host various events in the run-up to the G-20 summit: NDMC Officials pic.twitter.com/J29BleFQLl
— ANI (@ANI) December 3, 2022