03/12/2022 17:36:44 PM Pritam Santra 83
নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য দরকার ৩০৬ রান। হাতে রয়েছে ৯২ ওভার। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ তিন উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ আপাতত করেছে ১৯২ রান। ক্রিজে রয়েছেন দলের ওপেনার কার্লোস ব্র্যাথওয়েট। ১৬৬ বলে ১০১ রান করে অপরাজিত রয়েছেন তিনি। জয়ের জন্য তার ব্যাটের দিকে আপাতত তাকিয়ে ক্যারিবিয়ান শিবির।
The fight continues to the final day of the Test!🏏#AUSvWI #MenInMaroon pic.twitter.com/4YnMPd8J9x
— Windies Cricket (@windiescricket) December 3, 2022