03/12/2022 17:07:39 PM Aniket 111
নিজস্ব সংবাদদাতা: ইইউ, জি-৭ এবং অস্ট্রেলিয়ার দ্বারা সম্মত রাশিয়ান তেলের ৬০ ডলারের মূল্যসীমা রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করবে বলে মত ইউক্রেনের রাষ্ট্রপতি কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাকের।
ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলির প্রতি রাশিয়া তেল সরবরাহের ক্ষেত্রে নানা নিয়মের পরিবর্তন করেছে। এই পরিস্থিতিতে রাশিয়ান তেলের মূল্যসীমা স্থির করার সিদ্ধান্ত নিয়েছে ইইউ, জি-৭ এবং অস্ট্রেলিয়া। এবার এই বিষয়কেই সামনে এনে রাশিয়াকে নিশানা করেছেন আন্দ্রি ইয়ারমাক।
#UPDATE Ukraine's presidency has said a $60 price cap on Russian oil agreed by the EU, G7 and Australia "will destroy" Russia's economy. pic.twitter.com/XY0qdHLgPu
— AFP News Agency (@AFP) December 3, 2022