03/12/2022 16:56:40 PM Sweta Mitra 52
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, 'আপ সরকার মদ, শিক্ষা, ডিটিসি বাস কেলেঙ্কারিতে জড়িত এবং এমনকি শ্রমিকদের তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির একটি নতুন মডেল উপস্থাপন করেছেন; লালুপ্রসাদ যাদবের 'লুণ্ঠন' মডেল অনুসরণ করছেন কেজরিওয়াল।'
AAP govt involved in liquor, education, DTC bus scams, & even deprived labourers of their rights. Arvind Kejriwal has presented a new model of corruption; Lalu Prasad Yadav's 'loot' model is being followed by Kejriwal in Delhi: Union Minister Anurag Thakur pic.twitter.com/MZK27Ahnhg
— ANI (@ANI) December 3, 2022