লালু প্রসাদ যাদবকে 'নকল' করছে আপ, অভিযোগ কেন্দ্রের

author-image
Harmeet
03 Dec 2022
লালু প্রসাদ যাদবকে 'নকল' করছে আপ, অভিযোগ কেন্দ্রের





নিজস্ব সংবাদদাতাঃ
ফের একবার দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, 'আপ সরকার মদ, শিক্ষা, ডিটিসি বাস কেলেঙ্কারিতে জড়িত এবং এমনকি শ্রমিকদের তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির একটি নতুন মডেল উপস্থাপন করেছেন; লালুপ্রসাদ যাদবের 'লুণ্ঠন' মডেল অনুসরণ করছেন কেজরিওয়াল।'