সংরক্ষণ বাড়িয়ে ৭৬% করার বিল পাস ছত্তিশগড় বিধানসভায়
03/12/2022 16:54:46 PM Pallabi Sanyal 167
নিজস্ব সংবাদদাতা : ছত্তিশগড় বিধানসভা সর্বসম্মতিক্রমে সরকারি চাকরিতে সংরক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির পরিমাণ ৭৬ শতাংশে উন্নীত করার জন্য দুটি সংশোধনী বিল পাস করেছে।নতুন বিল অনুসারে, তফসিলি উপজাতিরা ৩২ শতাংশ কোটা পাবে, অন্যান্য অনগ্রসর শ্রেণী ২৭ শতাংশ, তফশিলি জাতি ১৩ শতাংশ এবং অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ (EWS) সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ৪ শতাংশ কোটা পাবে।
মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছত্তিশগড় পাবলিক সার্ভিস (তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি সংরক্ষণ) সংশোধনী বিল এবং ছত্তিশগড় শিক্ষা প্রতিষ্ঠান (ভর্তি সংরক্ষণ) সংশোধনী বিল পেশ করেছেন, যা বিধানসভায় পাঁচ ঘণ্টারও বেশি বিতর্কের পরে পাশ হয়েছে।