03/12/2022 16:47:18 PM Aniket 25
দুর্গাপুর: শনিবার দুুপুরে দাঁড়িয়ে থাকা জেসিবিতে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের জেসি বোস রোড এলাকায়। সূত্রের খবর, ওই এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয় লেখা অফিস চত্ত্বরে দীর্ঘ কয়েকদিন ধরে ওই জেসিবিটি দাড়িয়ে ছিল। শনিবার দুপুরে ওই জেসিবিতে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। স্থানীয় তৃণমূল নেতা শাহবাজ খান জানান, স্থানীয় সুমিত শেঠ নামক এক ব্যাক্তির জেসিবি ওটা। স্থানীয় একটি পুকুরের পাশে ঘাট খননের জন্য ব্যবহার করা হয়েছিল জেসিবিটিকে। জেসিবিটির একটি দিকে কাঁচ ভাঙ্গা ছিল। আর সেইখান দিয়ে স্থানীয় পাড়ার বাচ্চারা জেসিবিটিতে প্রায়শই উঠে পড়ত। তার অনুমান, ওই বাচ্চাদের থেকেই খেলার সময় কোনও ভাবে অসাবধানতাবশত আগুন লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।