03/12/2022 16:29:33 PM Aniket 174
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে এবার দিল্লিতে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৭ ডিসেম্বর তিনি দিল্লিতে এই বৈঠক করবেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন পূর্বে সাংসদদের নিয়ে দিল্লিতে মুখ্যমন্ত্রীর এই বৈঠক নির্বাচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
West Bengal CM & TMC leader Mamata Banerjee will hold a meeting with TMC MPs in Delhi on 7th December.
— ANI (@ANI) December 3, 2022
(file pic) pic.twitter.com/141XSWc63X