03/12/2022 16:00:26 PM Sweta Mitra 22
নিজস্ব সংবাদদাতাঃ শনিবার শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। একদিকে যখন শুভেন্দুর গড় হিসেবে পরিচিত কাঁথিতে জনসভা করলেন অভিষেক, ঠিক তখনই অভিষেকের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু। তিনি বলেন, 'ভোট করতে দেয়নি ভাইপো বাহিনী। এবার রাজ্যে খেলা দেখাবো। ডিসেম্বর মাসেই বিজয় সমাবেশ করব। লাড্ডু বিলি হবে, যা ধরি শেষ করে ছাড়ি।'