আফগানিস্তানে পাকিস্তান দূতাবাসে হামলার নিন্দা জানিয়েছে ইউএনএসসি
03/12/2022 15:14:36 PM Aniruddha Chakraborty 152
নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের রাজধানী শহরে পাকিস্তান দূতাবাসে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। ইউএনএসসি এক বিবৃতিতে বলেছে, "নিরাপত্তা পরিষদের সদস্যরা ২০২২ সালের ২ ডিসেম্বর আফগানিস্তানের কাবুলে পাকিস্তান দূতাবাসে সন্ত্রাসী হামলার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে, যেখানে মিশনের প্রধান আক্রমণের শিকার হন এবং তার নিরাপত্তা রক্ষী গুরুতরভাবে আহত হন।" নিরাপত্তা পরিষদের সদস্যরা আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছেন। তারা সন্ত্রাসীর এই নিন্দনীয় কর্মকাণ্ডের জন্য অপরাধী, সংগঠক, অর্থদাতা ও পৃষ্ঠপোষকদের জবাবদিহি করতে এবং তাদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।