03/12/2022 15:04:31 PM Aniket 105
নিজস্ব সংবাদদাতা: আমেরিকার রেল বিপর্যয় এড়াতে নয়া বিলে স্বাক্ষর করেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন।
তিনি এই বিষয়ে বলেন, "আমাদের রেল ব্যবস্থা আমাদের সাপ্লাই চেইনের মেরুদণ্ড। এটি ছাড়া, শিল্পগুলি বন্ধ হয়ে যাবে এবং কয়েক হাজার আমেরিকান কর্মহীন হতে পারে। তাই বিপর্যয় এড়াতে কংগ্রেসের দ্বিদলীয় সদস্যদের সহায়তায় আমি একটি বিলে স্বাক্ষর করেছি যা অর্থনীতিকে স্থিতিশীল করবে"।
Our rail system is the backbone of our supply chain. Without it, industries would shut down and hundreds of thousands of Americans could be out of work.
— President Biden (@POTUS) December 2, 2022
With the help of bipartisan members of Congress, I signed a bill that averts disaster and keeps our economy on stable footing. pic.twitter.com/YeYZTZFxhl