03/12/2022 14:50:59 PM Aniket 141
নিজস্ব সংবাদদাতা: গীতা জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে বিশেষ পরামর্শ দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
তিনি বলেন, "আমাদের গীতাকে শুধু একটি ধর্মীয় গ্রন্থ হিসাবে দেখা উচিত নয়। গীতা হল অনুপ্রেরণার উৎস। গীতার পরামর্শ অনুসরণ করে আমরা সঠিক বিকল্প বেছে নিতে পারব এবং জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারব। যার ফলে আমাদের স্ব-সহায়ক বইয়ের প্রয়োজন হবে না"।
Bengaluru | We shouldn't see Gita just as a religious book, it's a source of inspiration. We'll be able to choose the right alternative & solve many problems of life by following advice of Gita & wouldn't need self-help books: Defence Min Rajnath Singh at Gita Jayanti Mahotsava pic.twitter.com/oFoZ8Zvy5W
— ANI (@ANI) December 3, 2022