03/12/2022 14:37:31 PM Aniket 27
নিজস্ব সংবাদদাতা: ইরানের তরুণী মাহসা আমিনীর মৃত্যুর পর থেকেই উত্তাল হয়ে উঠেছে ইরান। নারী স্বাধীনতার দাবিতে বিক্ষোভ চলছে ইরান জুড়ে।
জানা যাচ্ছে, এবার এই বিক্ষোভে যোগ দিয়েছেন ইরানের রক্ষণশীল অঞ্চল সিস্তান-বেলুচিস্তান প্রদেশের নারীরাও। যদিও বিক্ষোভের বিরোধিতাই করছে ইরান সরকার।
With the slogan “JIN, JIAN, AZADΔ | Kurdish women gathered on the top of Abidar mountain in Sanandaj.@Kolbarnews #JinaAmini pic.twitter.com/YCgt5bx0Ku
— Kaveh Ghoreishi (@KavehGhoreishi) December 2, 2022