03/12/2022 13:03:43 PM Aniket 121
নিজস্ব সংবাদদাতা: ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করা হয়েছে গুগলের সিইও সুন্দর পিচাইকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের রাষ্ট্রদূত তরঞ্জিৎ সিং সান্ধু সান ফ্রান্সিসকোতে সুন্দর পিচাইয়ের হাতে এই সম্মান স্মারক তুলে দেন।
এই সম্মান পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন সুন্দর পিচাই। তিনি বলেন, "ধন্যবাদ রাষ্ট্রদূত তরঞ্জিৎ সিং সান্ধু। পদ্মভূষণ প্রাপ্তি এক বিরাট সম্মানের বিষয়। ভারত সরকার ও ভারতের জনগণের কাছে আমি কৃতজ্ঞ"।
Thank you Ambassador @SandhuTaranjitS. It was an immense honor to receive the Padma Bhushan, and to have my family there with me today. Grateful to the Indian government and the people of India.
— Sundar Pichai (@sundarpichai) December 3, 2022