নিজস্ব সংবাদদাতাঃ চন্দ্র ও শনির ক্ষেত্রে চন্দ্রের ন্যায় চিহ্ন মস্তিষ্কের ব্যাধি বা মানসিক ব্যাধির আশঙ্কা নির্দেশ করে।চন্দ্রের ক্ষেত্রের নিম্নে তারা (স্টার) চিহ্ন, মঙ্গলের ক্ষেত্রে গ্রিল চিহ্ন, মস্তিষ্কের রক্তস্রাবের বা রক্তক্ষরণের সম্ভাবনা নির্দেশ করে।শিররেখা মস্তিস্ক সম্পর্কিত বিভিন্ন বিষয় নির্দেশ করে। শিররেখা রক্তিম হলে বা বেঁকে চন্দ্রের ক্ষেত্র পর্যন্ত প্রসারিত হলে মস্তিষ্কের রোগ বা মানসিক রোগের সম্ভাবনা বৃদ্ধি করে।